যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি: আল্লামা শফী


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-03 04:56:23 BdST | Updated: 2024-05-02 11:32:46 BdST

অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আলাপকালে আল্লামা আহমদ শফী বলেন মন্ত্রীকে বলেন, আপনি যে বলেছেন কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই, তা অত্যন্ত বাস্তবসম্মত কথা। মূলত যারা আমাদেরকে জঙ্গি বলে তারাই জঙ্গি।

এসময় প্রধানমন্ত্রী কওমি মাদরাসার মূল্যায়নে দাওরায়ে হাদিসের সনদের মান ঘোষণা করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আপনার নিকট আমার আবেদন হলো- আগামী সংসদ অধিবেশনে কওমি মাদরাসার সনদের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করে আইন হিসেবে পাস করা হোক।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখব।

হেফাজতে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাটির দারুল হাদিস পরিদর্শন শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের বলেন, এই মাদরাসায় এসে আমি যথেষ্ট অভিভূত হয়েছি। এখানে না এলে আমি কখনো বুঝতে পারতাম না যে, এই মাদরাসায় এতগুলো ডিপার্মেন্ট রয়েছে। কওমি মাদরাসার ছাত্রদের বাংলায় কথা বলার ধরণ দেখলে আমার আশ্চর্য লাগে যে এখানে পড়ালেখা করে কীভাবে তারা এত সুন্দর বাংলা লেখতে ও বলতে পারে!

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক জিল্লুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা নূরুল ইসলাম জাদিদ, মাওলানা ইয়াহয়া, মাওলানা আহমাদ দীদার, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা শোয়াইব, মাওলানা হুমায়ুন কবীর ও মাওলানা সরওয়ার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচজে/ ০২ ফেব্রুয়ারি ২০১৮