চবি ছাত্রলীগের কোন্দলে হলের কক্ষ ভাঙচুর, ২ ছাত্র আহত


CU Correspondent | Published: 2022-03-24 10:04:59 BdST | Updated: 2024-05-22 00:46:08 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছে দুটি পক্ষ। এ ঘটনায় আবাসিক হলে অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই শিক্ষার্থীও।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন- ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র করিম উদ্দীন ও মেরিন সায়েন্সের ছাত্র আব্দুর রহমান।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে বিবাদে জড়ান বিজয় গ্রুপের কর্মীরা। এ সময় সোহরাওয়ার্দী হলের বিজয়ের কর্মীরা আলাওল হলের দুটি কক্ষ ভাঙচুর করেন।

এ ঘটনার জেরে বুধবার দুপুরে চবির আলাওল এবং এএফ রহমান হলের বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে এসে অফিস কক্ষসহ অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করেন। এ সময় ছাত্র করিম ও আব্দুর রহমান আহত হন।

এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াসের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।