উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২১ ও ২২ মে এবং সরকারি দুই দিন ছুটিসহ চারদিন ছুটি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় সব ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।
সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইবি নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।
অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার (২২ মে) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো চালু থাকবে।