অভিযোগ করা কোনো নেতিবাচক বিষয় নয়, এটি আমাদের অধিকার: হাবিপ্রবি উপাচার্য


Desk report | Published: 2024-05-21 18:37:43 BdST | Updated: 2024-07-27 19:53:28 BdST

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.এম কামরুজ্জামান বলেছেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিত হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠবে। অভিযোগ করা কোনো নেতিবাচক বিষয় নয়, এটি আমাদের অধিকার।

অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জি আর এস সফটওয়্যার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের এখানে সিটিজেন চার্টার রয়েছে, এখানে নাগরিক, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ সেবা নামে তিন ধরণের সেবার উল্লেখ রয়েছে। এই তিনটি সেবা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কমিটমেন্ট। এই কমিটমেন্ট রক্ষা করতে ব্যর্থ হলে অবশ্যই অভিযোগ আসতে পারে। এই বিশ্ববিদ্যালয় আমাদের সকলের, তাই আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে এটিকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে সকাল ১০টা ৩০ মিনিটে কর্মশালাটি শুরু হয়। হল সুপার,সহকারী হল সুপার, সহকারী প্রক্টর, সহকারী পরিচালক (ছাপনিবি) বৃন্দের অংশগ্রহণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জি আর এস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি ও ফোকাল পয়েন্ট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার উপ-পরিচালক মৌলি আজাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফাহিমা খানম এবং সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. সহিদ উজ জামান।