জুতা খুলে শহীদ মিনারে উঠতে বলায় শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর মারধর


CU Correspondent | Published: 2022-10-30 18:19:54 BdST | Updated: 2024-04-27 07:34:39 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা খুলে উঠতে বলায় শিক্ষার্থীকে মারধর করেছে এক ছাত্রলীগ কর্মী।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম জাহিদ হাসান বিপ্লব। তিনি চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত আল আমিন হোসেন চবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের উপপক্ষ সিএফসির অনুসারী।

ভুক্তোভোগী জাহিদ হাসান বলেন, ‘আল আমিন ভাই শহীদ মিনারে জুতা পায়ে বসে ছিলেন। আমি ওনাকে জুতা নিয়ে উঠতে না করি। এতে তিনি রেগে যান। কথা কাটাকাটির একপর্যায়ে আমার শার্টের কলার ধরে বলেন ‘আমি কে তুই চিনিস?’। সেই সঙ্গে আমার গায়ে হাত তুলেন। কিছু বুঝে ওঠার আগেই উনার সঙ্গে থাকা আরও ২০-২৫ জন মিলে আমাকে মারধর করতে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমার আগামীকাল পরীক্ষা আছে। এ অবস্থায় আমি বিশ্ববিদ্যালয় মেডিক্যাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আগামীকাল লিখিত অভিযোগ দিবো।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত আল আমিন হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একটা ছেলে মারধরের অভিযোগ দিয়েছে। আমরা তাকে আগামীকাল লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’