বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভিসি হয়ে আসা অধ্যাপক ড. মো. আবু তাহের ও প্রশাসনিক প্রো-ভিসি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছে আরবি বিভাগের শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১১পার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দফতরে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় ভিসি ও প্রো-ভিসি আরবি বিভাগের শিক্ষকদের স্বাগত জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অধ্যাপক ড. আ.ক.ম.আবদুল কাদের, অধ্যাপক ড. আ.স.ম. আবদুল মান্নান চৌধুরী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী, অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ নেজাম উদ্দীন, অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূর হোসাইন, ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, ড. মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদুল হক, অর্ডালি পিয়ন শাহেদ পারভেজ ও অফিস পিয়ন জিয়া উদ্দিন বাবলু।