চবি সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


CU Correspondent | Published: 2024-03-31 23:41:13 BdST | Updated: 2024-09-12 20:43:47 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ৩০ জন দিনমজুর ও দরিদ্র রিকশা চালকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। রোববার (৩১ মার্চ) দুপুরে চাকসু ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত থেকে অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। চবি উপাচার্য সাংবাদিক সমিতির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ধনাঢ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার, সহ-সভাপতি আহমেদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।