চবিতে সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ, চূড়ান্ত প্রার্থী ১৫ জন


CU Correspondent | Published: 2023-02-23 06:17:52 BdST | Updated: 2024-05-02 06:17:28 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচন করবেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে অধ্যাপক ক্যাটাগরিতে পাঁচজন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনজন, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে পাঁচজন এবং প্রভাষক ক্যাটাগরিতে দু'জন রয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং রিটার্নিং অফিসার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক নির্বাচনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর ২৫ (১) (বি) ও ২৫ (২) ধারা এবং স্ট্যাটিউট-৩ অনুসারে সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির একজন করে সদস্য নির্বাচনের ঘোষিত তফসিল মোতাবেক প্রার্থিতা প্রত্যাহারকারী প্রার্থীগণের নাম প্রত্যাহার করে চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ করা হলো।

তালিকায় অধ্যাপক ক্যাটাগরিতে পাঁচজনজন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে তিনজন, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে পাঁচজন এবং প্রভাষক ক্যাটাগরিতে দুইজন প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

তারা হলেন- অধ্যাপক ক্যাটাগরিতে লোকপ্রশাসন বিভাগের ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, রসায়ন বিভাগের ড. মনির উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, ফাইন্যান্স বিভাগের ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং একই বিভাগের এস. এম. নছরুল কদির।

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের এ.জি.এম. নিয়াজ উদ্দিন, অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী এবং ফিশারিজ বিভাগের ড. মোহাম্মদ শহিদুল আলম।

সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের আ. ফ. ম ফজলে রাব্বি চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের মোক্তার আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের মোহাম্মদ আলী, ম্যানেজমেন্ট বিভাগের মোহাম্মদ সারোয়ার আলম এবং লোকপ্রশাসন বিভাগের মুহাম্মদ ইয়াকুব।

এছাড়া প্রভাষক ক্যাটাগরিতে অর্থনীতি বিভাগের ফাতেমা আক্তার হিরামনি, ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগের মো. মোয়াজ্জেম হোসাইন।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং রিটার্নিং অফিসার মো. হাছান মিয়া বলেন, প্রাথমিকভাবে চার ক্যাটাগরিতে সর্বমোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১০ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া বাকি ১৫ জন চূড়ান্তভাবে নির্বাচন করবেন।

রেজিস্ট্রার বলেন, তাছাড়া আগামী ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুই দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতি ক্যাফেটেরিয়ায় এডভান্স ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩১ জানুয়ারি রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) এবং রিটার্নিং অফিসার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি সিন্ডিকেটে একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সর্বশেষ একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩ ডিসেম্বর। অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি অবসরে যাওয়া, সহযোগী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির প্রতিনিধি পদোন্নতি পাওয়া ও সহকারী অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি শিক্ষাছুটিতে যাওয়ায় এই চারটি পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।