কলম নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি


চবি টাইমস | Published: 2017-12-07 16:15:45 BdST | Updated: 2024-05-02 20:29:43 BdST

তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মী ও হিসাব বিজ্ঞান বিভাগের দীন ইসলাম এবং সংস্কৃতি বিভাগের মাসুম সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী গ্রুপের ছাত্রলীগ কর্মী।

তাদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়ে চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তৈয়ব চৌধুরী বলেন, মাসুমের মাথা ও কানের ডান পাশে আঘাত রয়েছে। অন্য জন পায়ে আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রেজিস্ট্রার ভবনের সামনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মী দীন ইসলামের কাছে কলম চান সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ কর্মী ও লোক প্রশাসন বিভাগের তায়েফ।

এ সময় কলম নেই বলে জানায় দীন ইসলাম। এর সূত্র ধরে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দীন ইসলামকে মারতে উদ্যত হয় তায়েফ। পরবর্তীতে এ ঘটনার সূত্র ধরে, শাহজালাল হলের সামনে দুই পক্ষের মারামারি ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষে ঘণ্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে।

পরে মহিউদ্দিন গ্রুপ শাহ আমানত হল ও নাছির গ্রুপের অনুসারীরা শাহ জালাল হলের সামনে অবস্থান নেয়। হলের সামনে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রক্টোরিয়াল বডির সদস্য। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় বারবার ফোন করেও কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, তাদেরকে অভিযোগ দিতে বলেছি। এর ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। সহনশীলতার মাত্রা অতিক্রম করে যারাই ক্যাম্পাসে নাজুক অবস্থা তৈরি করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: জাগো নিউজ।

এসজে/ ০৭ ডিসেম্বর ২০১৭