ঢাবি’র হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবেন


DU Correspondent | Published: 2024-07-25 09:21:27 BdST | Updated: 2024-09-07 18:16:45 BdST

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনাবলি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গভীরভাবে ব্যথিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে ক্যাম্পাসে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যার যার অবস্থান থেকে দায়িত্ব এবং ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত ছিল না। এ সত্ত্বেও ক্যাম্পাসে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং শিক্ষা কার্যক্রম দ্রুততম সময়ে শুরুর লক্ষ্যে আরও যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা হলো-হলগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীরাই থাকবেন তা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি পালনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হোন তা নিশ্চিত করা হবে।

জরুরি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ দ্বারে অবস্থান করবেন, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের মতোই নিয়োজিত থাকবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষগুলো সংস্কার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়াসাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোক্রমেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য।