বৈশাখী ভাতা পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


Desk report | Published: 2022-04-14 02:24:08 BdST | Updated: 2024-05-04 03:13:15 BdST

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) এ বাবদ আটটি চেক নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ দেশের সব এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ প্রদান করা হয়েছে। এ বাবদ আটটি চেকে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বৈখাশী ভাতার এ অর্থ শিক্ষক-কর্মচারীরা আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে একইদিনে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান করার কথা থাকলেও এখনো পর্যন্ত তাদের অর্থ ব্যাংকে জামা দেওয়া হয়নি। তবে বুধবার বিকেলের মধ্যে এ অর্থ নির্ধারিত ব্যাংকে জমা দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।