প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৩ দিনের জন্য প্রবেশ বন্ধ


Desk report | Published: 2022-04-21 07:03:36 BdST | Updated: 2024-05-04 07:06:05 BdST

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০ থেকে ২২ এপ্রিল সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।

তবে বিজ্ঞপ্তি ছাড়াই গত এক সপ্তাহ ধরে অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এ কারণে এ সময় নানা স্তরের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এমনকি আজ বুধবার বিজ্ঞপ্তি জারির আগেও গত এক সপ্তাহ ধরে ডিপিইর অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় বহু দূর থেকে জরুরি কাজে অধিদপ্তরে এলেও দীর্ঘ সময় গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে চলে যেতে হয়েছে অনেককে।

এদিকে, আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে যেসব জেলা ও উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, তার একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এদিন ২২টি জেলার মধ্যে ১৪ টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা হবে। মোট ১৩ লাখের বেশি প্রার্থীর মধ্যে এ দিন ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন প্রার্থীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক পদের বিপরীতে পরীক্ষা দেবেন ২৯ জন।

এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি ও স্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।