শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। সরকার তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না বলেও জানান তিনি।
আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও কোটা সংস্কার আন্দোলনকারীদের নিরাপ্তার বিষয়ে তাদের দাবির প্রতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিককরা। তার উত্তরে মহিবুল হাসান এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমাদের আরও ভাবতে হবে। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান ও উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও এসেছে। এগুলো নিয়ে আমাদের আরও ভাবতে হবে। আমরা তাড়াহুড়ো করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে আবারও একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক তা চাই না।