কিঙ্কর আহসান আসছেন তার নিজ ঠিকানায়


ঢাবি টাইমস | Published: 2020-02-16 23:49:53 BdST | Updated: 2024-05-01 14:44:23 BdST

পৃথিবী বইয়ের হোক এই প্রত্যাশা করেন পৃথিবীর সব মননশীল মানুষ। এই স্লোগান হৃদয়ে ধারণ করে রীতিমত আন্দোলন শুরু করেছেন একজন স্বাপ্নিক লেখক। তার বই নিয়ে করা দেশের প্রথম বইয়ের দুর্দান্ত বিজ্ঞাপনটি মুগ্ধ করেছে সবাইকে। সোশ্যাল মিডিয়ার বদৌলতে বইয়ের প্রচারের যথেষ্ট সুযোগ বাড়লেও শুধু বইকে কেন্দ্র করে এই ধরণের বিজ্ঞাপন নির্মাণ সবাইকে টেনেছে।

লেখকের নাম কিঙ্কর আহসান। ইতিমধ্যেই বাংলা সাহিত্যের মনোযোগী পাঠকের কাছে কিঙ্কর আহসান একটি জনপ্রিয় নাম। এখন অব্দি তেরটি বই প্রকাশিত হয়েছে তার। অমর একুশে গ্রন্থমেলায় অন্বেষা প্রকাশন থেকে এসেছে তার বই ‘মেঘডুবি’।

গল্প বলার স্বতন্ত্র ধরণ, বিষয়ের বৈচিত্র্য পাঠকের হৃদয়ে তাকে দিয়েছে ভালোবাসার স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র কিঙ্কর আহসান বর্তমানে কর্মরত আছেন একটি স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার গুরুত্বপূর্ণ পদে। কিন্তু তিনি নিজেকে একজন লেখক পরিচয় দিতেই সবচেয়ে বেশি ভালোবাসেন।

১৮ তারিখ ব্যবসায় শিক্ষা অনুষদে বিকেল ৩ টায় লেখক আসছেন তার নিজের ভুবনে সাহিত্য আড্ডায়।