শান্তি এসে নামুক


Dhaka | Published: 2020-02-19 05:07:57 BdST | Updated: 2024-05-01 13:47:47 BdST

শান্তি এসে নামুক

আমি মধ্যবিত্তের কাফন ছাড়া দাফন হওয়া স্বপ্নরাজী
উচ্চবিত্তের দম্ভের কাছে মাথা না নুয়ে একলা চলি
নিম্নবিত্তের অসীম সে হাহাকারে- অসহায়ত্বের কথা বলি!

আমি কামলা হয়েও আমলার মুখে জুতাই মারি
আমি তীব্র ক্ষুধায় - কারও না কাছে অন্ন চাহি!
মন চাহে তো ভিখারির বাড়ি আহার করি!

আমি কাঙালের বাড়ি কাঙাল হয়ে যাত্রা করি
আমি ফসলের মাঠে লাঙ্গল হয়ে স্বপ্ন গড়ি!

আমি আধাঁর রাতের বাঁধার দেয়াল ভেঙ্গে করি চূর্ণ
পূর্ণিমা রাতে আশাহীনদের সাহস জুগিয়ে করি পূর্ণ!

আমি অসাম্প্রদায়িকতার আড়ালে থাকা সাম্প্রদায়িকদের বলি ভন্ড!
খেপলে খেপুক ভয় করিনা-দেখে যাবো আমি সমাজের ভালো মন্দ!

আমি সুশীল নামের কুশীলের কাছে মস্ত বড় যমদূত-
অসীম সাহসে উড়িয়ে দেবো- হিটলার থেকে নমরুদ!

লেখাই আমার বারুদ, বুলেট- কথাই আমার চাবুক
অত্যাচারিরা পালিয়ে গেলে শান্তি এসে নামুক!

এবার একুশে বইমেলায় তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের ‘শান্তির খোঁজে’ কাব্যগ্রন্থটি সাড়া ফেলেছে। মেলায় আসার আগেই ফেসবুকের কল্যাণে কাব্যগ্রন্থটির কিছু কবিতা ভাইরাল হয়। একুশে বাংলার ৫২৫ ও ৫২৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ইতোমধ্যে ঠাঁই করে নিয়েছে বেশ কয়েকটি কবিতার কিছু কবিতা। কাবগ্রন্থটির প্রথম কবিতা ‘শান্তি এসে নামুক’।