প্রকাশ হলো সৈয়দ আশিকের ৪র্থ বই 'রাজনৈতিক সূত্রাবলী'


Dhaka | Published: 2020-02-22 11:44:00 BdST | Updated: 2024-05-01 08:14:16 BdST

বইমেলায় এবার এসেছে বিতার্ক সংগঠক ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আশিকের চতুর্থ বই রাজনৈতিক সূত্রাবলী। রাজনীতির নানান মারপ্যাঁচ, উত্থান,পতন,সফলতা,ব্যর্থতার কারণ ও পথের উপর অভিজ্ঞতার আলোকে রচিত এই বিশেষ এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে ২১ ফেব্রুয়ারি সন্ধায় টিএসসির পায়রা চত্তরে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আশিকের এই বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম,আরেফিন সিদ্দিকী সুজন,যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন,ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি জিএম আরিফুর রহমান,এস এম রাকিব সিরাজী,মাহমুদ আব্দুল্লাহ মুন্সি,সাবেক সাধারণ সম্পাদক রকিব হোসেন,নোমান সুমন প্রমুখ।

ইন্তামিন প্রকাশনী থেকে প্রকাশিত বইটি আজ থেকে বই মেলার ৩০৯ ও ৩১০ নম্বর স্টলে পাওয়া যাবে।

এর আগে বিকেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে জমজমাট আঞ্চলিক বিতর্কে সভাপতিত্ব করেন ডিইউডিএসের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল।

সাধারণ সম্পাদক জাহিদের সঞ্চালনায় এতে স্পীকারের দায়িত্ব পালন করেন ডিইউডিএসের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক মেহেদী হাসান।এতে দেশের ৮ অঞ্চলের বিতার্কিকরা বিতর্ক করেন।