
এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে করোনার অভিঘাতে "সামাজিক নিরাপত্তা শীর্ষক" প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল কুমিল্লা বিশ্ববিদ্যালকে পরাজিত করে বিরোধী দল তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়েছে।
এতে বিতর্কের বিষয় ছিলো, এই সংসদ মনে করে, "করোনার অভিঘাতে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়নি "
বিরোধী দল তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিতার্কিকরা হলেন, বিরোধী দলীয় নেতা ১.এসএম নোমান বিরোধী দলীয় উপনেতা ২. জিহাদুল ইসলাম বিরোধী দলীয় সাংসদ ৩. নুরুন্নবী সোহান, সংসদ সদস্য ৪. কবির হোসাইন তাইয়েব, সংসদ সদস্য ৫. মুস্তাইন বিল্লাহ।
Debate for Democracy এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনায় উক্ত বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব মোকাদ্দেম আকাশ।