ছবি তার কথা নিজস্ব ভাষাতেই বলতে চেষ্টা করে। তাইতো ছবিরও নিজস্ব একটা ভাষা আছে। আর সেই ভাষাকে একটি গল্পে রুপান্তর করা তরুণ ফটোগ্রাফার নকিব হাসান। স্থির ছবি দিয়ে অসংখ্য গল্প তুলে ধরেছেন তিনি। নিজের চোখে দেখা সাধারণ গল্পকেও অসাধারণ করে তুলেছেন ক্যামেরার চোখে।
নকিব হাসানের জন্ম ১৯৯৪ সালে চাঁদপুর জেলায়। বাল্যকাল গ্রামে কাটলেও কৈশর থেকে ঢাকাতেই কেটেছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির এমবিএ'র এই শিক্ষার্থী পেশা হিসেবে বেছে নিয়েছেন ফটোগ্রাফি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন স্বনামধন্য ফটোগ্রাফার হিসেবে। নিজের কাজের জন্য সুনাম কুড়িয়েছেন দেশেজুড়ে। প্রতিষ্ঠা করেছেন ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান "ব্রাইডল স্ন্যাপ"।
নকিব তার ছবি গল্পগুলো "NIK Photography" ছদ্ম নামে প্রকাশ করেন। তার এসব গল্প হৃদয় ছুঁয়েছে সব শ্রেণীর মানুষের। তার অসাধারণ ছবিগল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো- মধ্যবিত্তের প্রেম, ৩৫ বসন্তের প্রেম, ছেলেবেলার স্কুল, ফাহিমের গল্প (সত্য ঘটনা অবলম্বনে), ক্ষুধা বিসর্জন আর ক্রিকেট জার্সির গল্প, প্রিয়তমার প্রিয়তম (সত্য ঘটনা অবলম্বনে), এ শহরে হিমু ইত্যাদি।
নকিব গল্প বলেন ছবির আদলে। তিনি মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো নিয়েও ছবিগল্প তৈরি করেন যাতে প্রকাশ পায় সত্য আবেগ আর বাস্তবতার ভালোবাসা। খুব নিখুঁতভাবেই ফুটিয়ে তুলেন জীবনের জীবন্ত মুহূর্তগুলো।
নকিব হাসান জানান, একটা ছবি হচ্ছে একজন ফটোগ্রাফারের কল্পনার বাস্তবিক সৃষ্টি, একজন ফটোগ্রাফারই পারে খুব সাধারণ একটা মুহূর্তকে অসাধারণ ভাবে মানুষের সামনে তুলে ধরতে।
তরুণ প্রতিভাবান এই ফটোগ্রাফারের জন্মদিন আজ (১৭ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষ্যে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভাসছেন নকিব। শুভেচ্ছা বার্তায় ভক্তরা সামনের দিনগুলোতে আরো ভালো ভালো ছবি গল্পের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নকিব হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্যাম্পাস টাইমস পরিবার।