সরকারি স্কুলে ভর্তির লটারির ফল দেখবেন যেভাবে


Desk report | Published: 2021-12-15 20:32:26 BdST | Updated: 2024-03-28 16:28:19 BdST

আজ বুধবার বিকেলে মহানগর ও জেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। লটারি অনুষ্ঠিত হওয়ার পর অভিভাবক, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) চিঠিটি প্রকাশ করে শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, সারাদেশের চার শতাধিক সরকারি মাধ্যমিক স্কুলে ৮০ হাজারের বেশি শূন্য আসনে ভর্তির আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ শিক্ষার্থী। তারা মোট ১০ লাখ ২৬ হাজার ৯১৫টি চয়েস দিয়েছেন। সে হিসাবে সরকারি স্কুলে ভর্তি হতে প্রতিটি শূন্য আসনে গড়ে সাত জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠান আয়োজনের কথা আছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, বুধবার বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সরকারি স্কুলের ভর্তি লটারি কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীরও অংশ নেওয়ার কথা আছে।

এদিকে প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।

অধিদপ্তর আরও বলছে, ডাউনলোড করা ফল পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাবেন।

ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

জানা গেছে, ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করানো হবে। সরকারি স্কুলে ভর্তির জন্য অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। অপেক্ষমান তালিকা থেকে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে।

//