বঙ্গবন্ধুকে কটূক্তিকারী শিক্ষককে অব্যাহতি: ঢাবিকে মুক্তিযুদ্ধ মঞ্চের ধন্যবাদ


Dhaka | Published: 2020-09-10 06:41:23 BdST | Updated: 2024-05-04 19:06:24 BdST

সংবিধান লঙ্ঘন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরীচ্যুত করার সিদ্ধান্ত নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সংবিধান লঙ্ঘন করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে কটূক্তি করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী ভাবে চাকুরীচ্যুত করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন, এ্যার্টনী জেনারেলের মতামত ও ট্রাইবুনালের সিদ্ধান্তের আলোকে ড. মোর্শেদ হাসান খানকে স্থায়ী ভাবে চাকুরীচ্যুত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে যা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের দাবি। মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই স্বাধীনতা বিরোধীদের দোসররা থাকতে পারে না। আমাদের দাবি পূরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে মুক্তিযুদ্ধ মঞ্চ সবসময় আপোষহীন থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। সংবিধান লঙ্ঘন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কে কটাক্ষ করার অপরাধে ড. মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে ইতিমধ্যে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা অবিলম্বে সংবিধান লঙ্ঘনকারী বিএনপি-জামাতের দালাল চাকুরীচ্যুত ড. মোর্শেদ হাসান খানের গ্রেফতার দাবি করছি।"