'ছাত্রলীগ করলে কেউ হারিয়ে যায় না'


ঢাবি প্রতিনিধি | Published: 2023-01-27 07:32:03 BdST | Updated: 2024-04-26 07:27:07 BdST

ছাত্রলীগ করলে কেউ হারিয়ে যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমার ধমনীতে ছাত্রলীগের রক্ত প্রবাহিত। আমার চেতনায়, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় প্রবাহিত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল মাঠে সরস্বতী পূজার মন্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী। শেখ হাসিনা সরকারের ১৬ বছর মন্ত্রীদের দায়িত্ব পালন করছি। কাজেই ছাত্রলীগ করলে কেউ হারিয়ে যায় না। কমিটমেন্ট থাকলে, লেগে থাকলে, জীবনে অনেক অসাধ্য সাধন করা যায়। অনেক কৃতিত্ব অর্জন করা যায়।

তিনি আরও বলেন, ৭৫ এর পর আড়াই বছর জেল খেটেছিলাম জিয়াউর রহমানের কারাগারে। ১০ দিন রিমান্ডে ছিলাম। অনমানবিক অত্যাচার করেছে। তখন রাতে ছিল কারফিউ, দিনে বহুদলীয় গনতন্ত্র। এই জগন্নাথ হল থেকে আমিসহ তিনজন গ্রেফতার হয়েছি। এখান থেকে ফরিদপুর কারাগারে নেওয়া হয়েছে। ওখানে থাকা অবস্থায় এক রাতে শুনতে পাই আমাকে ছাত্রলীগের সভাপতি করা হয়েছে। এর আগে কেউ জেলে থাকা অবস্থায় এ দায়িত্ব পায় নি। আমিই প্রথম পেয়েছি। এটা আমার জন্য গৌরবের।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।