শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব গুণাবলীসম্পন্ন এবং সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। কিন্তু আমাদের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোয় আবদ্ধ থাকার কারণে চাকরির বাজারে পিছিয়ে পড়ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণা হবে ততবেশি উচ্চশিক্ষার মান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বেই ইন্ডাস্ট্রির আর্থিক বিনিয়োগ ছাড়া গবেষণায় সফলতা আসেনি। তাই গবেষণায় তাদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ উন্নত করার জন্য কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে ভুমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য শিক্ষায় পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার পরিবর্তনের এসব সুফল পেতে আরো অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অন্য এক প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণা হবে ততবেশি উচ্চশিক্ষার মান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বেই ইন্ডাস্ট্রির আর্থিক বিনিয়োগ ছাড়া গবেষণায় সফলতা আসেনি। তাই শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় শিল্পপতিদের আর্থিক বিনিয়োগ করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ব্যবসার দিকে দেখলেই হবে না। পড়াশোনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে। শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার প্রশিক্ষণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে। এছাড়াও জাতীয় যোগ্যতা কাঠামো গঠন, অ্যাক্রেডিয়েশনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।