নটর ডেম বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত


Desk report | Published: 2023-10-14 23:46:13 BdST | Updated: 2024-05-06 23:20:04 BdST

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘এনডিইউবি সিএসই ফেস্ট’। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামে।

ঢাকা ব্যাংক লিমিটেডের সৌজন্যে এ ফেস্টে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল প্রোগ্রামিং প্রতিযোগিতা, স্টেম অলিম্পিয়াড, ভিডিওগ্রাফিক প্রতিযোগিতা, প্রজেক্ট শো, আইডিয়াথন প্রতিযোগিতা। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এ আয়োজনকে সার্থক করে তোলে। আয়োজনের শেষ দিন ছিল টেক টক এবং এর বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোভা আহমেদ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান মুনির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি শিক্ষালয়ের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন; সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। বক্তারা বলেন, ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন আয়োজন প্রশংসনীয়। এ সুন্দর আয়োজনের সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।