বন্যার্তদের পাশে ডিআইইউ শিক্ষার্থীরা


Rakibul Islam | Published: 2024-08-24 22:39:55 BdST | Updated: 2024-10-13 19:08:26 BdST

ডম্বুর ও গজলডোবা বাঁধ পূর্বঘোষণা ছাড়াই খুলে দেয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এই সংকটময় সময়ে নিজেদের উদ্যোগে বন্যাক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফান্ড সংগ্রহ শুরু হয়, যা শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভাগের ভিত্তিতে, জেলা ছাত্রকল্যাণ এবং বিভিন্ন ক্লাবের উদ্যোগেও ফান্ড সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্যাকেজিং করে ত্রাণ পৌঁছে দেয়।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই কার্যক্রমে সকলের ঐক্য প্রয়োজন। জনবল বাড়লে কাজের গতি আরও বৃদ্ধি পাবে। তাই সকল শিক্ষার্থীর অংশগ্রহণের জন্য আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের লক্ষ্য বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করা। ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গা থেকে আমরা তহবিল সংগ্রহ করেছি, যেন এই বিপর্যয়ের সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। এটি আমাদের জন্য একটি মানবিক দায়িত্ব।