ডিআইইউতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ' দ্য ইংলিশ ক্লাব '


S M Fahad | Published: 2024-11-13 20:21:04 BdST | Updated: 2024-12-04 03:45:53 BdST

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে ইংরেজী বিভাগের ‘দ্য ইংলিশ ক্লাব’ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা ঘটলো।

বুধবার (১৩ নভেম্বর) ক্লাবটির উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ক্লাবের আয়োজনে ইনডোর খেলাধুলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিনটির মাত্রা আরও বর্ণিল হয়। পরে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর এবং প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সহ বিভাগটির বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ক্লাবটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে ইংরেজি ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।