বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইন্টার-ইউনিভার্সিটি কম্পিটিশন উৎসব "নবান্নে বাঙালিয়ানা"। এই মনোমুগ্ধকর উৎসবে অংশগ্রহণ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাব, যা পুরো অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।
সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির চেঞ্জ টুগেদার ক্লাবের আয়োজনে স্বাধীনতা সম্মেলন কেন্দ্র অডিটরিয়ামে বিভিন্ন ৮ টি বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কালচারাল ক্লাবের সদস্যরা নিজেদের নাচ, গান এবং বিভিন্ন নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরতা তুলে ধরেন এবং দর্শক ও বিচারকদেরও মুগ্ধ করেন। এছাড়া ক্লাবের সদস্যরা তাদের প্রতিভা, ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি এবং সৃষ্টিশীলতায় নতুন মাত্রা যোগ করেন।
এবিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ওমর ফারুক বলেন, পুরো পৃথিবীতে শুরু হয়েছে নিজেদের শিকড়ের সন্ধান। জুলাই-আগস্ট বিপ্লবের অভিপ্রায় আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আদি নবান্ন উৎসবও এরই অংশ।
কালচারাল ক্লাবের সভাপতি সিয়াম মুহাম্মাদ বলেন, এ উৎসব মানে আনন্দের সঙ্গে সমৃদ্ধিও। কৃষক ও কৃষিব্যবস্থার সঙ্গে নগরজীবনের মানুষের সংযোগ তৈরি করে দেওয়া এবং নিজেদের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, অনুষ্ঠানটি দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামী বছরেও এমন আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেছেন সকলেই।