ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা মানবতার জন্য হুমকি এবং এটি সমাজে সহিংসতার সংস্কৃতি বাড়িয়ে তুলছে।
জানাজা শেষে উপস্থিত সকলেই ইসকনের কর্মকাণ্ডের নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটে।