রাবিতে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার


মারুফ হাসান | Published: 2019-12-06 07:47:58 BdST | Updated: 2024-05-05 07:22:53 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ৫ম জাতীয় বিতর্ক উৎসব শুরু হবে শুক্রবার। দেশের ২৪ টি সরকারি ও বেসরকারি বিতর্ক সংগঠন এতে অংশ নেবে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোল্ড বাংলাদেশের প্রধান সমন্বয়ক এজাজ আহমাদ বলেন, শুক্রবার সকাল নয়টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো: জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

এজাজ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এরপর সিরাজী বিতর্ক প্রতিযোগিতার ব্রিফিং ও টিম ম্যাচিং অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ২৪টি দলে দেশসেরা ৭২ বিতার্কিক অংশগ্রহন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ জনেরও বেশি স্বনামধন্য সাবেক বিতার্কিক এই প্রতিযোগিতায় বিচারকাজ পরিচালনা করবেন।

এজাজ আরো বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। বিশেষ অতিথি হিসিবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চোধুরী মো. জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে গোল্ড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সহ-সভাপতি আলী ইউনুস হৃদয়, কার্যনির্বাহী সদস্য সউদা জামান রিশা উপস্থিত ছিলেন।

টিআর/ ০৫ ডিসেম্বর ২০১৯