শ্লীলতাহানির দায়ে নোবিপ্রবি শিক্ষার্থীকে বহিষ্কার


Narayanganj | Published: 2020-02-02 06:11:48 BdST | Updated: 2024-05-05 13:03:07 BdST

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীর শ্লীলতাহানির দায়ে বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শামসুদ্দোহা মিরাজ নামে এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, ওই ছাত্রের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে বিষয়টি প্রমাণিত হওয়ায় আগামী দুই বছরের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর আরও বলেন, অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়। গত (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।