'৫ দিনের মধ্যে বহিষ্কৃতদের তালিকা অন্যথায় প্রক্টর অফিসে তালা'


DU times | Published: 2020-02-04 00:18:04 BdST | Updated: 2024-05-05 06:06:44 BdST

আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির কারণে বহিস্কৃত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ না করলে প্রক্টর অফিসে তালা দেয়ার হুমকি দিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে হস্তান্তর করা একটি স্মারকলিপিতে এ কথার উল্লেখ করেন তিনি।

স্মারকলিপিটি হুবহু নিম্নে দেয়া হলো

০৩-০২-২০২০
বরাবর
প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিষয়ঃ বহিস্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ প্রসঙ্গে।

জনাব,
আমার সালাম গ্রহন করবেন। গত ৩০ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভর্তি জালিয়াতির কারণে ৬৩জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সে সাথে আপনার সাহসী পদক্ষেপের প্রশংসা জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনে সাহসী উদ্যোগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে আপনার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সে কামনা করছি। একই সাথে, অতন্ত্য দুঃখের সহিত বলতে হয় বহিস্কৃতদের নাম প্রকাশ না করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাথীদের সাথে যে প্রহসন করছেন তা রীতিমতো শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে। উপাচার্য মহোদয় আপনাকে বলার পরেও আপনি বহিষ্কৃতের নাম প্রকাশ না করে যে ধৃষ্টতা দেখিয়েছেন তাতে শিক্ষার্থীরা আপনাকে ধিক্কার জানিয়েছে।কোন ভাবেই প্রক্টরের মত দ্বায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে এই ধরনের প্রতারণা কাম্য নয়। যার দায়ভার সম্পূর্ণ আপনার। এতে করে শিক্ষাথীদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে এবং শিক্ষাথীরা সরিষার ভেতরে ভূত দেখতে পাচ্ছে। বহিস্কৃতদের নাম প্রকাশ না করা ইতিমধ্যেই জালিয়াতদের রক্ষার কৌশল হিসেবে শিক্ষার্থীরা বুঝে গেছে। শিক্ষার্থীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে এই জালিয়াতির সাথে আপনি কোন ভাবে সম্পৃক্ত কিনা?
যা আপনার এবং আমাদের উভয় পক্ষের জন্য দুঃখজনক।
অতএব বিনীত নিবেদন আগামী ৫ দিনের মধ্যে বহিস্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ করার মাধ্যমে সকল প্রশ্নের অবসান ঘটিয়ে আরেকটি সাহসী ভূমিকায় অবতীর্ণ হবেন।অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে কিভাবে ন্যায্যতা আদায় করে নিতে হয় এবং প্রয়োজনে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে তালা ঝুলাতে বাধ্য হবে।

নিবেদন

মোঃ তানভীর হাসান সৈকত
সদস্য,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।