শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে অচলাবস্থা


Sust | Published: 2020-03-10 03:03:06 BdST | Updated: 2024-05-04 19:55:42 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষকদের অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘটনায় বিভাগে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্লাস-পরীক্ষা চালুসহ চার দফা দাবিতে ফের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৯ মার্চ) সকাল থেকে একাডেমিক ভবন-এ এর সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আলোচনার নামে সময়ক্ষেপণ চলবে না, ক্লাস-পরীক্ষা বন্ধ কেন জবাব চাই, কথায় কথায় পাস-ফেলের হুমকি কেন?, চারদফা দাবি মানতে হবে ’ প্রভৃতি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

সম্প্রতি বিভাগের এক শিক্ষার্থীকে বহিরাগত এক শিক্ষকের হুমকির জেরে বিভাগের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ৪ মার্চ থেকে কোনো কারণ ছাড়াই বিভাগে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় বিভাগ কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে নির্ধারিত টোকেন ছাড়া খাবার সরবরাহ নিয়ে ওই শিক্ষার্থীর ওপর নাখোশ হন সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক। এরই প্রেক্ষিতে পরদিন ওই শিক্ষার্থীকে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামছুন নাহার বেগমের কক্ষে ডেকে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকদের সামনে ওই শিক্ষার্থীকে হুমকি দেন ড. শামছুন নাহার বেগমের স্বামী ও সিলেট এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আলাউদ্দিন খান।

বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে একজন বহিরাগত শিক্ষকের এ ধরনের আচরণের বিচার চেয়ে ২ মার্চ চার দফা দাবি উপস্থাপন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তলব করলে তাদের সঙ্গে শিক্ষকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার ৪ দফা দাবি এবং ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে শিক্ষা ভবন-এ এর সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। একই দিনে বিভাগের কয়েকজন শিক্ষক এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু সে আলোচনা থেকে কোনো ফলাফল না এলেও তাদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন এবং ক্লাস-পরীক্ষা চালুর জন্য রোববার (৮ মার্চ) পর্যন্ত সময় বেঁধে দেন। এছাড়াও ৪ দফা দাবির ব্যাপারে বিভাগের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য চাওয়া হয়।

কিন্তু রোববার পার হয়ে গেলেও বিভাগ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়া হয়নি। তাই পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি মেনে নেয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শামছুন নাহার বেগম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে আমি জানি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। বিষয়টি তদন্ত কমিটি দেখছে।