ডাকসু ট্যালেন্ট হান্ট'র চূড়ান্ত পর্বের ১ম দিন অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2020-03-10 04:51:08 BdST | Updated: 2024-05-04 19:49:35 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ শীর্ষক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

প্রথম দিনে ১৮টি হলের একক আবৃত্তি ও রবীন্দ্র সঙ্গীতে প্রথম স্থান অধিকারীদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে রবীন্দ্র সঙ্গীতে ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করলেও একক আবৃত্তিতে ১৮ জন প্রতিযোগীর ২ জন অনুপস্থিত ছিলেন।

আজকের রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার ফলাফলঃ মনিকা দেবনাথ কথা (১ম), মিরাজুন নবী (২য়), মোঃ রাকিবুল হক (৩য়)।

আগামী ১২ মার্চ বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে চার দিনব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে।

‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার সমন্বয়ক ও ডাকসু’র সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার বলেন, ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা আয়োজনের জার্নিটা অনেক কঠিন ছিল। বিপুল পরিমাণ অর্থও আমাদের ছিল না। তাই সীমিত অর্থের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করেছি। আমাদের কষ্ট তখনই স্বার্থক হবে যখন এ ধরণের উদ্যোগগুলো আগামীতেও এগিয়ে নেয়া হবে।

সমাপনী দিনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবায়েত উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এবং জেএমআই গ্রপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।