প্রিন্ট ও ফটোকপির মূল্য নির্ধারণ করে দিল ডাকসু


ঢাবি টাইমস | Published: 2020-03-10 05:11:21 BdST | Updated: 2024-05-04 20:30:09 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ফটোকপি, প্রিন্ট ও স্পাইরালের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার (৯ মার্চ) বিকেলে ফটোকপির দোকানদারদের সাথে কথা বলে নতুন মূল্য নির্ধারণ করে দেয় ডাকসু।

নতুন দাম অনুযায়ী এখন থেকে ফটোকপি করতে ১ টাকা, সাদাকালো প্রিন্ট ২ টাকা, রঙ্গিন প্রিন্ট ৩ টাকা এবং স্পাইরাল করতে দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা করে। এই মূল্য তালিকার বাইরে কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ডাকসুতে অভিযোগ করতে বলা হয়েছে।

.

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সদস্য মাহমুদুল হাসান। তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপে সোনিয়া খান লিমা নামের একজন শিক্ষার্থী কলাভবনের পাশে থাকা ফটোকপির দোকানে ফটোকপির মূল্য বেশি রাখা হচ্ছে, এমন একটি অভিযোগ করেন। বিষয়টি ডাকসুর নজরে আসে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে কথা বলতে এবং ফটোকপির দাম নির্ধারণ করতে আমি, ডাকসু সদস্য ফরিদা পারভীন, রকিবুল ইসলাম ঐতিহ্য এবং  তিলোত্তমা শিকদার ফটোকপির দোকানদার সাথে কথা বলি। ছয়টি দোকানের প্রতিনিধিদের সাথে কথা বলে ফটোকপির মূল্য তালিকা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করে দিয়ে আসি। নির্ধারিত মূল্যের বাইরে কেউ অতিরিক্ত টাকা নিলে ডাকসু বরাবর অভিযোগ করতে বলেছি।