রাবিতে ভর্তি পরীক্ষায় পাশ না করেও পোষ্য কোটায় ভর্তি ৪৬ জন


রাজশাহী | Published: 2020-03-10 18:41:33 BdST | Updated: 2024-05-04 04:37:14 BdST

ভর্তি পরীক্ষায় পাশ না করেও ২০১৯-২০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন শিক্ষার্থী।  বিশেষ বিবেচনায় তাদেরকে ভর্তির সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি বিভাগে পোষ্য কোটায় ৫ শতাংশ আসন বরাদ্দ রয়েছে । বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত এসব আসন।

এ ইউনিটে ২২ জন, বি ইউনিটের ৬ জন এবং সি ইউনিট এ ১৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস না করেও পোষ্য কোটায় ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা। তবে পোষ্য কোটা ব্যতীত অন্য কোন কোটা এভাবে ভর্তির খবর পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন , এভাবে ভর্তির সুযোগ করে দেয়া হয়েছিল তা এই মুহূর্তে আমার মনে নেই।