এক বছরে কী কী ছিল ডাকসুর ইতিবাচক কর্মকাণ্ড?


ঢাবি টাইমস | Published: 2020-03-12 03:19:33 BdST | Updated: 2024-05-04 10:17:07 BdST

ডাকসুর বর্তমান কমিটির প্রথম দৃশ্যমান কাজ স্মার্টফোনভিত্তিক বাইসাইকেলসেবা জো-বাইক। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদকের উদ্যোগে গত বছরের ১৬ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর থেকে জো-বাইক ব্যবহার করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। এরপর ৪ ডিসেম্বর ডাকসুর সদস্য তিলোত্তমা শিকদারের উদ্যোগে ও এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলসহ কয়েকটি স্থানে বসানো হয় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এসব স্থান থেকে ১০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন বিভাগে অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করা হয়েছে। চালু হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং বাড়ানো হয়েছে বাসের সিডিউল লাইব্রেরীর সময়।

ডাকসুর অবস্থানের কারণে সান্ধ্য কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত করে এগুলো পরিচালনার নীতিমালা তৈরি করতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

পরীক্ষার ফলাফলের দীর্ঘসূত্রতা হ্রাস, বিভিন্ন বিভাগের অযৌক্তিক উন্নয়ন ফি কমানো, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাস ট্রিপ ও রুটের সংখ্যা বাড়ানো, ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা বাড়ানো, গ্রন্থাগারের সময়সীমা বাড়ানো, মেয়েদের বাইসাইকেল শেখানো কর্মসূচি, বিভিন্ন বিষয়ের ওপর সভা-সেমিনার আয়োজন ইত্যাদির মাধ্যমে বছরজুড়ে প্রয়োজনীয় হয়ে উঠতে চেয়েছে ডাকসু।

ডাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি করেছেন বিশ্ববিদ্যালয়ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘ট্যালেন্ট হান্ট’, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ আয়োজন করেছেন ক্রিকেট, ফুটবল, ভলিবল, সাঁতারসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা। সাহিত্য সম্পাদক মাজহারুল কবির প্রথমবারের মতো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ আয়োজন এবং একাধিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসেও ডাকসু কিছু কর্মসূচি করেছে।

সকল কর্মকাণ্ডে সম্পাদকদের সহায়তা করেছেন ডাকসুর সদস্যরা।

ডাকসু নির্বাচনের বদৌলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান পেয়েছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তবে আগের মতোই ছাত্রদলের নেতা-কর্মীরা হলে থাকতে পারছেন না।

এছাড়াও সকল ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের আচরণে এসেছে বেশ ইতিবাচক পরিবর্তন।