চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ


Chittagong | Published: 2020-03-12 22:11:25 BdST | Updated: 2024-05-04 08:31:39 BdST

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে বাড়তি সতর্কতাস্বরূপ ক্যাম্পাসে র‍্যাগ ডে, নবীন বরণ, শোভাযাত্রা, সভা সমাবেশসহ যেকোনো ধরণের উৎসব, অনুষ্ঠান এবং জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমন রুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেক বিভাগ/ইন্সটিটিউটে দিনের প্রথম ক্লাস শুরুতে অন্তত ৫ মিনিট ‘করোনা ভাইরাস: সংক্রমণ প্রতিরোধে করণীয়’ শীর্ষক ব্রিফিং দেয়া।