ঢাবির ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2017-08-20 23:16:39 BdST | Updated: 2024-09-21 05:49:55 BdST

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতার্কিক অনুসন্ধান ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল দশটায় বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শফিকুর রহমান ক্লাবের শুভ উদ্বোধন করেন।

সকাল ১১টায় সংসদীয় বিতর্কের উপর কর্মশালা নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি, মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি রায়হান ফেরদৌস, বারোয়ারী বিতর্কের কর্মশালা নেন জসিম উদদীন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও প্রখ্যাত বিতার্কিক  জিয়াদ আল মেহেদী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বিতার্কিকগণ বিকাল তিনটায় ক্লাবের সেরা বিতার্কিক বাছাই করেন। অর্ধ শতাধিক বিতার্কিক থেকে ১৮ জনকে বাছাই করা যাদেরকে বিতর্ক শিখানো এবং পরবর্তীতে সংসদীয় ধারায় বিতর্ক করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুর রহমান বলেন, ক্রিয়া-প্রতিক্রিয়াশীলতার উর্ধ্বে তোমাদের বিতর্ক করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে হবে, একুশ শতকে যাই করোনা কেন বিতর্ক অপরিহার্য।

বিশেষ অতিথি শেখ ইউসুফ বলেন শিক্ষার্থীদের নতুন দ্বার উন্মোচন হলো, এটা সহ শিক্ষা নয় এটা একাডেমিক পড়াশুনারই অংশ।

ডিইউডিএস এর সভাপতি মাহমুদ বিন মুন্সী বলেন, ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবকে সব ধরণের সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।  

অনুষ্ঠানে সভাপতি মুহাঃ মাহমুদুল হাসান বলেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব আপনাদের কিছু দিক বা না দিক  কিছু কেড়ে নিবেনা। মেধা মননে এগিয়ে যেতে ডিসডিসি আপনাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা শেখ মোঃ ইউসুফ, মডারেটর ইমাউল হক সরকার। উপস্থিত ছিলেনন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সী ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান সুমন।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সভাপতি মুহাঃ মাহমুদুল হাসান, সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মোল্যা।

বিকাল পাঁচটায় বিতার্কিক অনুসন্ধান ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠানের সমাপ্ত হয়।

এমএসএল