ভিসি নিয়োগের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কে 'উত্তরবঙ্গ ব্লকেড' কর্মসূচি


Rangpur | Published: 2024-09-16 15:03:33 BdST | Updated: 2024-09-19 07:21:43 BdST

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে "উত্তরবঙ্গ ব্লকেড" কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ ১৬ সেপ্টেম্বর (সোমবাম) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে জমায়েত হয়ে উত্তরবঙ্গের প্রবেশপথ মডার্ন মোড় অবরোধ করে "উত্তরবঙ্গ ব্লকেড" এই কর্মসূচি পালন করেন । এ সময় উত্তরবঙ্গের সাতটি জেলার সাথে সকল যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিততে বিভিন্ন স্লোগান " ভিসি ভিসি ভিসি চাই , অতি দ্রুত ভিসি চাই "আবু সাঈদের ক্যাম্পাসে বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে ছাত্র জনতা জেগেছে, " ইত্যাদি স্লোগান মুখরিত হয় মহাসড়ক।

আন্দোলনের শিক্ষার্থীরা বলেন ,আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ রক্ত দিয়েছে। সেই বিশ্ববিদ্যালয় আজও কেন বৈষম্য। অনেক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয় কেন উপাচার্য নিয়োগ দেওয়া হয় নাই। তাই আমরা বাধ্য হয়ে "উত্তরবঙ্গ ব্লকেড" কর্মসূচির ডাক দিয়েছি। আমরা চাই অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাবান্ধব, দুর্নীতিমুক্ত একজন উপাচার্য নিয়োগ দেওয়া হক ।

উল্লেখ, গত ১৪ই সেপ্টেম্বর ৪৮ ঘন্টার এবং ৬ই সেপ্টেম্বর ৫ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। আলটিমেটাম শেষ হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা "উত্তরবঙ্গ ব্লকেড" কর্মসূচি ডাক দিয়েছে।