রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের নতুন কমিটি


টাইমস ডেস্ক | Published: 2020-08-23 00:58:34 BdST | Updated: 2024-05-05 04:24:10 BdST

'হাল্ট প্রাইজ' তরুণদের 'নোবেল পুরষ্কার' খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ও বৈশ্বিক উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। সম্প্রতি 'হাল্ট প্রাইজ'-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ২০২০-২০২১ কার্যবর্ষের জন্য বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ৫৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে।

'হাল্ট প্রাইজ' হল এমন একটি 'আইডিয়া কম্পিটিশন' যেটি মূলত তরূণদের নিয়ে কাজ করে। তরুণদের মেধা-মনন ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসা ভিত্তিক আইডিয়া প্রদানের মাধ্যমে পৃথিবীকে বদলে দিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে তরূণ নেতৃত্বের মেধাকে কাজে লাগিয়ে সাহায্য করাই মূলত হাল্ট প্রাইজের মূল লক্ষ্য।

প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১৫০০ এর বেশি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে এরপর আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার দেওয়া হয়৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নভেম্বর মাস থেকে হাল্ট প্রাইজ এর বিভিন্ন ট্রেনিং সেশন, সেমিনার, কর্মশালা, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্যাম্পাস রাউন্ড আয়োজন করা হবে বলে জানা যায় । এখানে নির্বাচিত বিজয়ী দল বাংলাদেশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সকল দেশের সামনে উপস্থাপন করবে। এসকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে সম্প্রতি ২০২০-২০২১ কার্যবর্ষের এর জন্য বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ৫৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাজনিন এবং অ্যাসিসটেন্ট ডিরেক্টর ও চিফ অফ অপারেশন হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিভাগের তৌহিদ-উল ইসলাম তানজিদ। চিফ অফ জাজেস কো অর্ডিনেশন হিসেবে নিযুক্ত হয়েছেন অরিন্দম সান্যাল দিপ্ত ।

এছাড়া টিম এবং পার্টিসিপেশন এর চিফ হিসেবে সজিব কুমার দাস সহ অন্যান্য পদে মোট ৬জন, ইনফর্মেশন এবং ডাটা এনালাইসিস এর চিফ হিসেবে মোঃ সাখাওয়াত আলম ফয়সাল সহ অন্যান্য পদে সর্বমোট ৫জন, কিউরেটরশিপ এর চিফ হিসেবে অনামিকা পাল সহ অন্যান্য পদে সর্বমোট ৬জন, গ্রাফিক্স ডিজাইনিং এর চিফ হিসেবে রফিক আহমেদ সহ অন্যান্য পদে সর্বমোট ৫জন, ডকুমেন্টেশন এর চিফ হিসেবে নুসরাত জাহান কনক সহ অন্যান্য পদে সর্বমোট ৯জন, ক্যাম্পেইন এবং প্রোমোশন এর চিফ হিসেবে জোহোরা ইসলাম সহ অন্যান্য পদে মোট ৬জন, ইভেন্ট এবং হসপিটালিটি এর চিফ হিসেবে মোঃ হাসিবুল হাসান সহ অন্যান্য পদে সর্বমোট ৬জন, মিডিয়া এবং জার্নালিজম এর চিফ হিসেবে গোলাম কিবরিয়া লিমন সহ অন্যান্য পদে সর্বমোট ৪জন, মনিটারী এবং কর্পোরেট এর চিফ হিসেবে মোঃ মাকসুদুর রহমান সহ অন্যান্য পদে সর্বমোট ৪জন, ফিল্ম মেকিং এর চিফ হিসেবে মোঃ ওয়াহিদুল ইসলাম সহ অন্যান্য পদে সর্বমোট ৩জন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ অন ক্যাম্পাসের চতুর্থ টার্ম এবং ২০১৭ সাল থেকেই নিয়মিত দেশের এই সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এটি সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।