ঢাবি ছাত্র জাকারিয়ার আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? রহস্য উদঘাটনের দাবি


ঢাবি টাইমস | Published: 2020-09-27 04:13:15 BdST | Updated: 2024-05-03 23:06:34 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভর মৃত্যু রহস্যের সুষ্ঠু তদন্তের দাবীতে অপরাজেয় বাংলা ও রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল।

শনিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জাকারিয়া বিন হক এর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র 'আত্মহত্যা' করেছেন বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম জাকারিয়া বিন হক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। তবে এটি আত্মহত্যা নয় বলে দাবি অনেকের।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী জাকারিয়ার 'আত্মহত্যা'র খবর শুনেছি। সে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল। আমরা জাকারিয়ার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত দুইদিনে আমরা আমাদের দুইজন শিক্ষার্থীকে হারিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। শিক্ষার্থীরা কেন এ ধরনের পথ বেছে নিচ্ছে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। আর কোনো শিক্ষার্থী যেন এমন পদক্ষেপ না নেয় আমরা তাদের সেই আহবান জানাচ্ছি।

এই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সন্দেহ করছেন, এটা আত্মহত্যা নয় অন্য কোন কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে । বিষয়টি সুষ্ঠু তদন্ত করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, জাকারিয়া অনেক হাসিখুশি এবং এনার্জিটিক ব্যক্তি ছিলেন । তাঁরা দ্বারা এ কাণ্ড ঘটার কথাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল বিষয় বের করে আনতে হবে।