ঈদের ছুটি শেষে খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়


বেরোবি টাইমস | Published: 2017-09-07 16:22:29 BdST | Updated: 2024-05-21 17:47:24 BdST

ঈদের ছুটি শেষে খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা শুরু হবে রোববার (১০ সেপ্টেম্বর) থেকে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে ছাত্র-ছাত্রীদের দুটি আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়া হয়েছে। ছাত্রদের অপর শহীদ মুখতার এলাহী আবাসিক হলটি বৃহস্পতিবার খুলে দেয়া হবে।

গত ৩০ আগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল এবং গত ২৯ আগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে ৮ ও ৯ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।

জেএস/ ০৭ সেপ্টেম্বর ২০১৭