কুবিতে ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে কমিটি গঠন


Al Shahriar | Published: 2024-05-17 21:59:49 BdST | Updated: 2024-07-27 06:17:44 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। তাছাড়াও সদস্য হিসেবে আছেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা: হাবিবুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এই বিষয়ে আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'আমরা যথাশীঘ্র এইটা নিয়ে তদন্ত কাজ শুরু করবো। সুষ্ঠু সমাধানের জন্যে যা প্রয়োজন হবে সেটাই করব। প্রয়োজনীয় সবরকম প্রযুক্তির সহায়তা নেওয়া হবে এবং সবকিছু খতিয়ে দেখা হবে।'