ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন


ঢাকা বিশ্ববিদ্যালয় | Published: 2020-12-05 22:30:58 BdST | Updated: 2024-05-05 12:30:49 BdST

৩ ডিসেম্বর, ২০২০ কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ অনলাইন Webinar অনুষ্ঠান। করোনা মহামারির কথা বিবেচনায় Live Webinar on “International Day of Persons with Disabilities”- এর মাধ্যমেই বিশেষ দিনটি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ।

অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য “Differently Able, Not Disable” যেটার মাধ্যমে সবার মাঝে একটায় বার্তা দেয়া হয়েছে সেটা হলো, যাদের আমরা প্রতিবন্ধী, অক্ষম, অকেজো বলে থাকি তারা আসলে সবাই আলাদাভাবে সক্ষম এবং দক্ষ। আর এই প্রতিপাদ্যের প্রমাণ হিসেবেই অনলাইনেই “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২০” আয়োজন করা হয়েছিলো। বেশ কিছুদিন ধরে ফেসবুকে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত ইভেন্ট বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের আঁকা ছবিতে মুখোরিত। তাদের হাতে আঁকা ছবিগুলোই বলে দিচ্ছে এই প্রতিপাদ্যের বার্তা মোটেও ভুল নয়। অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি গ্রুপে প্রায় ৬০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

Live Webinar- এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ স ম মাকসুদ কামাল, মাননীয় উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. সাদেকা হালিম, সম্মানীয় ডীন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আশরাফুল আলম পাপলু, শিল্পি ও ডিরেক্টর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, এবং বিভাগের শিক্ষকবৃন্দ- তাওহিদা জাহান, চেয়ারপার্সন, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. হাকিম আরিফ, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোনিয়া ইসলাম নিশা, সহকারী অধ্যাপক, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ড. আ স ম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের এই আয়োজন প্রশংসনীয়। সামজের পিছিয়ে পড়া এই সব মানুষদের সামনে তুলে ধরার এই প্রয়াসকে সাধুবাদ জানায়। ধন্যবাদ দিতে চাই বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহানকে এরকম ভিন্নধর্মী আয়োজনের জন্য। ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে আশাকরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানীয় ডীন ড. সাদেকা হালিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ বরাবরই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে। বিশেষ করে তাদের নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ সবসময়ই এগিয়ে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপার্সন তাওহিদা জাহান বলেন, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ বিশ্বাস করে প্রতিবন্ধকতা আছে এমন মানুষেরাও ভিন্নভাবে সক্ষম এবং একদিক থেকে তারা পিছিয়ে থাকলেও অন্য অনেক কিছুতেই তারা এগিয়ে থাকে। সমাজে তাদেরকে যেভাবে অকর্মা ভাবা হয় সেই ধারণা থেকে সমাজকে বের করে আনতে এবং সমাজের মানুষকে সচেতন করে তোলাটাই কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের মূল লক্ষ্য। তাই এইবার কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের মূল প্রতিপাদ্যটি হলো- “Differently Able, Not Disable”।

অনুষ্ঠানের শেষে “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২০”- এর ফলাফল ঘোষণা করা হয়। যেখানে গ্রুপ: ১- (৭-১৫ বছর বয়স) থেকে সেরা ১০ জন হলো- আসিফুল করিম ভূঁইয়া, জান্নাতুল মাওয়া ঐশী, জান্নাতুল ফেরদৌস হাইকা, মো: আশরার বিল্লাহ খান (রাকিন), সানজানা তাসনীম প্রত্যাশা, তানভীর মাহতাব (আবিদ), মুশরাত মাহজাবিন মাহা, সামিরা আজাদ অজান্তা, জাকারিয়া নাঈম এবং মো: সাদ এবং গ্রুপ: ২- (১৬-৩০ বছর বয়স) থেকে সেরা ১০ জন হল- আমীর হোসেন, অর্নব আইস সরকার, নাফিসা আফনান, স্নেহাশীষ বিশ্বাস ববি, উম্মে হাদি নদী, মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাশেদুল হাসান আবির, সুমাইয়া রহমান রিয়া, সৈয়দ নাশয়ান হোসেন অভ্র, তানভীর আনজুম আবির।

গ্রুপ: ১ থেকে ১ম স্থান অধিকার করে সামিরা আজাদ অজান্তা, ২য় স্থান জান্নাতুল মাওয়া ঐশী, ৩য় স্থান মুশরাত মাহজাবিন মাহা এবং গ্রুপ: ২ থেকে ১ম স্থান অধিকার করে সুমাইয়া রহমান রিয়া, ২য় স্থান রাশেদুল হাসান আবির, ৩য় স্থান মোহাম্মদ জাহিদুল ইসলাম।