কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাকৃবি ছাত্রলীগের সংবর্ধনা


Desk report | Published: 2022-05-22 08:54:30 BdST | Updated: 2024-05-04 08:05:49 BdST

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (২১ মে) বিকেল ৩টায় বাকৃবির শিল্পচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ড. জাকির হোসেনের পারিবারিক, শিক্ষা, সামাজিক, রাজনৈতিক এবং সফলতা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তুলে ধরা হয়।

বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও বাকৃবির সিন্ডিকেট সদস্য ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মো. রিজওয়ানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী কুড়িগ্রাম মঙ্গা অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ২০১৫ সালে। সামনে সরকারের ভিশন বাস্তবায়নে কাজ করবো।