ভর্তির আট মাসেও ক্লাস শুরু হয়নি

সেশনজটের শঙ্কায় বেরোবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা


বেরোবি টাইমস | Published: 2017-10-19 16:34:03 BdST | Updated: 2024-05-21 18:15:57 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ সেশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ৬ মাসের জায়গায় ৮ মাস চললেও এখনও একটি কোর্সের ক্লাস শুরু হয়নি বলে জানা গেছে। নির্ধারিত সময়ের দুইমাস পরও কোর্স শুরু না হওয়ায় তীব্র সেশনজটের শঙ্কায় রয়েছেন এ বিভাগের শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ক্লাস শুরু হয়। সেমিস্টারের সময় অনুযায়ী গত আগস্ট মাসে প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও মোট ৫টি কোর্সের মধ্যে একটি কোর্স এখনো শুরু হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ১১০৩ কোর্ডের ‘‘ম্যাস মিডিয়া ইন বাংলাদেশ” কোর্সটি শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে তার কোনো সুনির্দিষ্ট সময় জানা নেই শিক্ষার্থীদের।

এদিকে কোর্স শুরু না হলেও আগামী ১৯ অক্টোবর পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিভাগটি। কোর্স শুরু না করে পরীক্ষার তারিখ ঘোষণা করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, নিয়মানুযায়ী ফাইনাল পরীক্ষার আগেই নিয়মিত পরীক্ষাগুলো শেষ করার কথা। কিন্তু নির্ধারিত ৫টি কোর্সের মধ্যে তিনটি কোর্সের পরীক্ষাগুলো সম্পন্ন হলেও দুটি কোর্সের পরীক্ষা এখনও বাকি রয়েছে।
বিভাগের অন্য ব্যাচগুলোর শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সে ব্যাচগুলোতেও একই অবস্থা বিরাজমান। দু-একটি কোর্স শুরু না হওয়ায় সেমিস্টারের নির্ধারিত সময়ের পরও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বিভাগ সূত্রে জানা যায়, এই বিভাগে বর্তমানে তিনজন শিক্ষক কর্মরত আছেন। বিভাগের মোট ছয়টি ব্যাচের ৩০ থেকে ৩৫টি কোর্সের ক্লাস নিতে হয় এই তিন শিক্ষককে। এতে একজন শিক্ষককে প্রায় ১০ থেকে ১২টি কোর্সের ক্লাস নিতে হচ্ছে। ফলে বিভাগটিতে ক্রমেই সেশনজট বৃদ্ধি পাচ্ছে।

সূত্রে আরো জানা যায়, মামলা জনিত কারণে ২০১১ সালের পর এই বিভাগে নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। কিছুদিন আগে বিভাগটিতে দু’জন শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত ওই নিয়োগে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ পেরিয়ে গেলেও শিক্ষক নিয়োগে তেমন কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলাম বলেন, কী কারণে কোর্সটির ক্লাস এখনো শুরু হয়নি তা আমি বলতে পারছি না। এ ব্যাপারে ওই কোর্সেও শিক্ষক ভালো বলতে পারবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কোর্সের শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন সমস্যার কারণে ক্লাস শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। সূত্র: পরিবর্তন.কম

এনএইচ/ ১৯ অক্টোবর ২০১৭