পবিপ্রবিতে আলাপের নেতৃত্বে হাসান ও রেজাউল


Sofiqul Islam | Published: 2024-03-14 15:00:40 BdST | Updated: 2024-05-04 07:41:53 BdST

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এ্যাসোসিয়েশন অফ লেকচারার এন্ড এ্যাসিসট্যান্ট প্রফেসর (আলাপ) এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মেরিন ফিশারিজ এন্ড ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মনোনীত হয়েছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাইনুল ইসলাম রাশেদ, কোষাধ্যক্ষ পোস্ট হার্ভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার জাহিদ, দপ্তর সম্পাদক ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার,

সাংগঠনিক সম্পাদক ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক সউদ বিন আলম, প্রচার সম্পাদক ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডিজাস্টার রেজিলিয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়শা সিদ্দিকা, সমাজ কল্যান ও সাংস্কৃতিক সম্পাদক জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল। কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফীন, হিউম্যান নিউট্রিশন এন্ড ডাইটেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক এম এম মেহেদী হাসান (মিঠু), ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মি. নিউটন সাহা, হর্টিকালচার বিভাগের প্রভাষক হাবিবা জান্নাত মিম ও প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডাঃ শম্পা রানী।

গঠনতন্ত্র মোতাবেক আগামী এক (০১) বছরের জন্য সিলেকশন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো: তারিকুল ইসলাম, সদস্য সহকারী অধ্যাপক মো: হাফিজুর রহমান ও অপারাজিতা বাধন এ্যাসোসিয়েশন অফ লেকচারার এন্ড এ্যাসিসট্যান্ট প্রফেসর (আলাপ) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।