বশেমুরবিপ্রবি'তে আন্তর্জাতিক গণিত দিবস পালিত


Arafat Alam | Published: 2024-03-14 23:14:43 BdST | Updated: 2024-05-04 08:00:57 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২:৩০টায় গণিত বিভাগের 'ম্যাথ এ্যাসোসিয়েশন' এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে র‍্যালি বের করে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

এছাড়াও বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গণিত বিভাগের ৩১২নং রুমে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যার সময় ইফতারের আয়োজন এবং সন্ধ্যার পর বিভাগের পক্ষ থেকে কেক কাটা হয়। পরিশেষে রাতের খাবার পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. ডিপঙ্কর কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সকল বর্ষের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. ডিপঙ্কর কুমার বলেন,” গণিত বিষয় নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে প্রথমদিকে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেলেও আস্তে আস্তে তাদের মাঝে গণিতের প্রতি তিক্ত অভিজ্ঞতা লক্ষ্য করা যায়। আর এটা মাস্টার্সে (এমএসসি) অধ্যায়নরত শিক্ষার্থীদের থেকে ভালোভাবে পরিলক্ষিত হয়। তবে বাস্তব জীবনে তা বিবেচনা করতে গেলে দেখা যায় গণিত ছাড়া চলা প্রায় অসম্ভব। গণিতের ব্যবহার জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর তিনি গনিতের ব্যবহারের উদাহরণ দিতে গিয়ে সদ্য শিক্ষা সফর থেকে আসা ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের কথা তুলে ধরে বলেন আমাদের শিক্ষার্থীরা তাদের পুরো সফর সময়ের প্রতিটি ক্ষেত্রে গণিতের ব্যবহার তথা প্রয়োজনীয়তা লক্ষ্য করেছে আর সেটা তারা তাদের ভাইভার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়েছে। পরিশেষে তিনি অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যে সকল শিক্ষক, শিক্ষার্থীরা অবদান রেখেছে তাদেরসহ অন্যান্য সকল শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।"

উল্লেখ্য যে, এর আগে দিনটি পাই (π) দিবস হিসেবে পালিত হয়ে আসলেও, ২০১৯ সালে 'ইউনেস্কো' দিনটিকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করেন। সেই সময় থেকেই দিনটি আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।