রাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় ছিনতাইকারী চক্র


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-10-24 15:54:20 BdST | Updated: 2024-05-21 00:07:27 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। পরীক্ষার শুরু থেকেই একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে অপরিচিত এই সাড়ে তিন লক্ষ ভর্তিচ্ছুদের কাউকে নিরিবিলি অবস্থায় পেলে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাই করা হচ্ছে অভিযোগ পাওয়া গেছে।

এমনিই একজন ভুক্তভোগী ভর্তি পরীক্ষার্থী হুমায়ুন আজাদ বলেন, গত ২১ অক্টোবর শনিবার চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে আমরা পাঁচবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে নামি। সেখান থেকে বিনোদপুর এলাকায় মেসের দিকে যাওয়ার পথে অপরিচিত তিনজন ব্যাক্তি এসে আমাদের সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে চিকিৎসা গ্রহণ করি।

এদিকে একইভাবে গত শনিরবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের সামনে ও রাত ১০টার দিকে কাজলা এলাকার অক্ট্রয় মোড়ে মোবাইল, টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি ছিনতাই করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, আমরা যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছি। তবে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি বিবেচনায় এনে আমরা পদক্ষেপ নেবো।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. লুৎফর রহমান বলেন, ‘ছিনতাই ঘটনা সম্পর্কে আমার কাছে কেউ অভিযোগ করেনি। সাংবাদিক মারফত এ বিষয়ে অবহিত হয়েছে। ছিনতাইয়ের ঘটনা জানতে পারলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।’

টিআই/ ২৪ অক্টোবর ২০১৭