রাবির ছাত্রী হলে ভর্তিচ্ছুদের নিয়ে চলছে ডাইনিং ব্যবসা


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-10-24 16:22:21 BdST | Updated: 2024-05-21 04:08:08 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রী হলের ডাইনিং অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ডাইনিংয়ের খাবার মূল্য নির্ধারিত থাকলেও নিয়ম মানছে না হল কর্তৃপক্ষ।

রোববার (২২ অক্টোবর) ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিনে দুপুর থেকে তাপসী রাবেয়া ও রহমতুন্নেসা হলে এই খাবার দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানা যায়। হলের একাধিক শিক্ষার্থীদের দাবী, ‘ব্যবসার উদ্দেশ্যই এই মূল্য বৃদ্ধি করেছে হল প্রশাসন।’

জানা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ডাইনিং এ খাবারের দাম দুপুরে ২৪ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা এবং রাতে ১৮ টাকা থেকে ২০ করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাপসী রাবেয়া ও রহমতুন্নেসা হলের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘যেখানে ভর্তি পরীক্ষার সময় অতিরিক্ত টাকা আদায় না করতে পারে যে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হোটেল থেকে শুরু প্রতিটি জায়গায় খাবারের মূল্য নির্ধারণ করে দেয়। সব জায়গায় দাম ঠিক থাকলেও সে নিয়মের যেন তোয়াক্কা করছে না হল প্রশাসন। সারাবছর নির্ধারিত মূল্যে হলের ডাইনিংয়ে খাবার পাওয়া গেলেও উল্টো অবস্থার সৃষ্টি হয়েছে ভর্তি পরীক্ষার সময়।’

বিষয়টি স্বীকার করে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা ক্যাম্পাস টাইমসকে বলেন, ‘এটা প্রতিবছর ভর্তি পরীক্ষার সময় খাবার দাম বাড়ানো হয়।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ হলের ডাইনিং এ যারা কাজ করে তারা ভর্তি পরীক্ষার সময় অতিরিক্ত থালা বাসন যোগানসহ পরিষ্কার করতে হয় যার জন্য এটা করা হয়েছে।’

তবে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর মিলি জেসমিন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নিয়ম ভেঙ্গে কোন হলের ডাইনিং থেকে অতিরিক্ত টাকা আদায় করা হলে প্রাধ্যক্ষ সে বিষয়টি দেখবেন এবং প্রমাণ পাওয়া গেলে সেই ডাইনিং বন্ধ করে দেবেন।’

এনএইচ/আরএম/ ২৪ অক্টোবর ২০১৭