রাবির ভর্তি পরীক্ষার শেষ দিনে দুজন বহিষ্কার


টাইমস ডেস্ক | Published: 2017-10-27 15:40:07 BdST | Updated: 2024-05-21 00:07:18 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ও ‘জি’ ইউনিটের (কৃষি অনুষদ)-এর মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শেষ হয়। এদিন পরীক্ষার সময় নিজেদের মধ্যে কথা বলা ও দেখাদেখি করায় দুজনকে বহিষ্কার করা হয়।

প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ‘এফ’ ইউনিটের এফ-৩ শিফটের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৪৪ নম্বর কক্ষ থেকে ওই দুজনকে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার রুবেল হোসেন ও জয়পুরহাট জেলার সাকিব হাসান।

পরীক্ষার হলে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলছিলেন এবং দেখাদেখি করছিলেন বলে জানান প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ‘এফ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ দিনের পরীক্ষা শুরু হয়। পরে দুপুর আড়াইটায় ‘জি’ ইউনিটের প্রথম শিফট ও বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর বিশ্ববিদ্যালয়ের চার হাজার ১১৯টি আসনের (কোটা ছাড়া) বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০টি আবেদন জমা পড়ে।

জেএস/ ২৭ অক্টোবর ২০১৭